শিরোনাম
সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৩ জেলেকে অপহরণ

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৩ জেলেকে অপহরণ

পূর্ব সুন্দরবনের ঝাপসি ও ভদ্রা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর সদস্যরা ১৩ জেলেকে অপহরণ করেছে।

জেলে-মহাজন সূত্র জানায়, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) ঝাপসী ও ভদ্রা এলাকায় জেলেরা মাছ ধরছিল। এসময় জেলে বহরে অতর্কিত হামলা ও লুটপাট চালায় বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর লোকজন। পরে দস্যুরা মুক্তিপণের দাবিতে বিভিন্ন নৌকা থেকে ১৩ জেলেকে অপরহণ করে বনের গহীনে নিয়ে যায়।

সোমবার দুপুরে সেখান থেকে ফিরে আসা জেলেরা জানায়, অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা করে দাবি করেছে দস্যুরা। এছাড়া দস্যুরা জেলেদের মারধর করে জাল ও মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

এদিকে র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী বনদস্যু শিপন বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে রবিবার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা উদ্ধার করে।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো: সহিদুল ইসলাম বলেন, জেলে অপহরনের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই ১৫/ সালাহ উদ্দীন  
 

সর্বশেষ খবর