শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছয় জেলায় বজ্রপাতে ১২ জন নিহত

ছয় জেলায় গতকাল বজ্রপাতে ১২ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩, পিরোজপুরে ২ এবং কুমিল্লার হোমনা, নওগাঁর সাপাহার ও লক্ষ্মীপুরের কমলনগরে একজন করে রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার বিরাট-কুশিয়ারা ফেরিঘাটে বজ্রাঘাতে নিহতরা হলেন- উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের মুছা মিয়া (৫০), অঞ্জিত সূত্রধর (৪০), প্রিয়লাল সূত্রধরের ছেলে পৃথ্বিশ সূত্রধর (৩০) ও পটল সূত্রধরের ছেলে পুত্র প্রসেন সূত্রধর (২২)। হতাহতরা কাঠমিস্ত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল সকালে বজ সহ বৃষ্টির সময় তারা বিরাট থেকে একটি ফেরি নৌকায় আজমিরীগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বজ পাতে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় ওই গ্রামের সাবেক মেম্বার মোহন মিয়া ও সোহেল রায় আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামে জমিতে চাষাবাদ করার সময় বজ্রপাতে ওই গ্রামের মাসুদ (১৬), সরজন গ্রামের তরিকুল ইসলাম (৪০) ও গোমস্তাপুর উপজেলা জাতাহারা গ্রামের অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিংরইল গ্রামের স্বপন (৪৫), জিল্লু (২০) ও দরবেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) আহত হয়েছেন। তারা নাচোল হাসপাতালে ভর্তি রয়েছেন।   পিরোজপুর : সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানোসার এলাকায় বজ্রপাতে নিহতরা হলেন- কদমতলা এলাকার সমীর সিংহর ছেলে রাজিব ও অধির রঞ্জন হালাদারের ছেলে অসীম। দুপুরে জ্ঞানোসার এলাকায় রাজিবের মালিকানাধীন ডেকোরেটরের সামনে কাজ করার সময় বজ পাতে তাদের মৃত্যু হয়।  কুমিল্লা : সকালে হোমনায় বজ্রপাতে ফরিদ মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস কাটছিলেন। তিনি উপজেলার বড় ঘারমোড়া গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে।  লক্ষ্মীপুর : কমলনগর উপজেলার মতিরহাট বেড়িবাঁধে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে স্কুলছাত্র কামরুলের (১০) মৃত্যু হয়েছে। মৃত কামরুল উপজেলার উত্তর চর কালকিনি গ্রামের আজাদ উদ্দিনের ছেলে। নওগাঁ : মঙ্গলবার সন্ধ্যায় সাপাহার উপজেলার মানিকুড়া গ্রামের উত্তর মাঠে বজ্রপাতে কৃষক আবুল কালাম (৫৫) নিহত হয়েছেন। মাঠে কাজ শেষে বৃষ্টির সময় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর