বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি হয়নি

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির ব্যবস্থা নেন। কিন্তু এবার নেত্রকোনার কোথাও খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়নি। জেলা প্রশাসন কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা সূত্রে জানা যায়, এ বছর মেসার্স সাখাওয়াত হোসেন খান ও হক এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শহরের কোর্ট মোড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করার কথা ছিল। কিন্তু পরিবেশকদের গতকাল পর্যন্ত দুটি নির্ধারিত স্থানে মালামাল বিক্রি করতে দেখা যায়নি। মেসার্স সাখাওয়াত হোসেন খান বলেন, বরাদ্দ আছে ঠিকই কিন্তু গোদামে একমাত্র চিনি ও তেল ছাড়া কোনো মাল নেই। চিনি ও তেল বর্তমানে বাইরের বাজারে যে দামে বিক্রি হচ্ছে তা টিসিবির নির্ধারিত মূল্যের প্রায় সমান।

সর্বশেষ খবর