বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

টাকা না দিতে ডাকাত সাজিয়ে হত্যা

টাকা না দিতে ডাকাত সাজিয়ে হত্যা

১. রক্তাক্ত পা, চোখ ও পা বাঁধা অবস্থায় জীবিত মনির, ২. হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় মনিরের মাথা জনৈক ব্যক্তি পদদলিত করছে, ৩. যুবক মনিরের নিথর দেহ পড়ে আছে -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকা না দিতে শামসুল ইসলাম মনির (২৯) নামের এক যুবককে ডাকাত সাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। নিহত মনির উপজেলার কাজিয়াতল গ্রামের পশ্চিম পাড়ার মোছলেম উদ্দিন সরকারের ছেলে। নিহতের পিতা মোসলেম উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার রাতে একই গ্রামের ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  এ ঘটনায় পুলিশ মাইকে ডাকাত ঘোষণাকারী কাজিয়াতল পূর্বপাড়া মসজিদের ইমাম আবুল হাছানকে (২৮) মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়ি পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রাম থেকে আটক করে। আটককৃত আবুল হাছান চরলহনিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে। নিহত মনিরের পিতা মোছলেম উদ্দিন জানান, মনিরকে বিদেশে পাঠানোর কথা বলে একই গ্রামের ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলী টাকা নিয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে মোহাম্মদ আলী মনিরকে মঙ্গলবার ভোর রাতে ফোন করে টাকা নিয়ে যাওয়ার কথা বলে, মনির টাকা আনতে গেলে তাকে আটক করে মারধর করে ও পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। মনির মারা গেছে বুঝতে  পেরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাত পড়েছে। এই খবরে এলাকাবাসী ছুটে এসে দেখে মোহাম্মদ আলীর বাড়িতে চোখে গামছা দিয়ে এবং রশি দিয়ে হাত-পা বাঁধা মনিরের নিথর দেহ পড়ে আছে। মঙ্গলবার সকালে মুরাদনগর থানার এসআই শামসুল আলম মনিরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর