বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
সিলেটে সামিউল হত্যা

প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

শিশু সামিউল আলম রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকালও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ অব্যাহত ছিল। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচিতে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা : সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে খেলাঘরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে নাগরিক অধিকার, জাগো নারী, হিয়া ফাউন্ডেশন, উদীচী শিল্পী গোষ্ঠী, বরগুনা থিয়েটার, লোকবেতারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠন অংশ নেয়। রাজবাড়ী : হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার বিকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) রাজবাড়ী জেলা কমিটি।
পিরোজপুর : ‘ই পিরোজপুর’-এর উদ্যোগে সকালে শহরের টাউন ক্লাব সড়কে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। নওগাঁ : দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান স্কয়ারে প্রতিবাদ কর্মসূচি পালন করে একুশে পরিষদ নওগাঁ জেলা শাখা। চাঁদপুর : সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন কর্মসূচিতে জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। পাবনা : দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াখালী : জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে সকালে বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর