বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বেনাপোলে শতাধিক পরিবার এসিড মিশ্রিত পানিতে বন্দী

সাম্প্রতিক সময়ের টানা বর্ষণে বেনাপোল স্থলবন্দরের এসিড মিশ্রিত পানি বন্দরের পেছনে বেনাপোল পৌরসভার বড়অাঁচড়া গ্রামসহ বন্দর এলাকায় ঢুকে পড়ায় পানিবন্দী অবস্থা তৈরি করেছে। এ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের পূর্ব পাড়ার শতাধিক পরিবার এসিড মিশ্রিত পানিবন্দী অবস্থায় রয়েছেন। গ্রামবাসী বিষয়টি বন্দর ও পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বেনাপোল বন্দরের বাইপাস রোডের ট্রাক টার্মিনাল এলাকায় গিয়ে গতকাল দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন এসিডের ড্রাম কন্টেইনার বন্দর টার্মিনালে খোলা আকাশের নিচে পড়ে আছে। অনেক ড্রামের মুখ খোলা থাকায় টানা বৃষ্টির পানির সঙ্গে এসিড মিশে সে পানি বন্দরের প্রাচীরের নিচ দিয়ে পাশ্বৃবর্তী বড়অাঁচড়ার পূর্ব পাড়ার শতাধিক বাড়িঘরকে পানিবন্দী করেছে। এসব বাড়ির নিচ তলায় এসিড মিশ্রিত পানি জমে রয়েছে। এ পানি হাতে-পায়ে লেগে ক্ষতসহ নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও টার্মিনালের খোলা আকাশের নিচে এসিড রাখায় গরমের কারণে তা থেকে গ্যাস নির্গত হওয়ায় এলাকার মানুষের শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। এসব ব্যাপারে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে গ্রামবাসী গত জানুয়ারি মাস থেকে আবেদন-নিবেদন করে আসলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বড়অাঁচড়া গ্রামের ওয়ার্ড কাউন্সিলর আবদুল জব্বার জানান, বিষয়টি নিয়ে কয়েকবার বন্দর কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে।

 

সর্বশেষ খবর