বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ডাকাত প্রতিরোধে দুই মাস ধরে রাত জেগে পাহারা

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে চুরি ও ডাকাতি প্রতিরোধে সাত গ্রামের মানুষ দুই মাস ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন। চুরি ও ডাকাতির ঘটনায় মানুষের মাঝে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, গুনিয়াউক ইউনিয়নের উত্তরপাড়া, মধ্যপাড়া ও দক্ষিণপাড়ার সাতটি গ্রাম গুনিয়াউক, বড় নিশ্চিন্তপুর, দাওড়া, গুটমা, চিতনা, বুরুঙ্গা, করগ্রামে মোট ৫ হাজার মানুষের বসবাস। ২০-২৫ সদস্যের ডাকাত দল রাতে রামদা, ছুরি, বন্দুক, লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। মাঝে মাঝে ডাকাতরা শব্দ করে ডাকে। ঘর থেকে বের হলেই তাকে ঘেরাও করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। ডাকাতরা মারধরও করে। চোর ও ডাকাত থেকে রক্ষা পেতে ৭টি প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। উত্তরপাড়ায় ২০০ সদস্যের সমন্বয়ে তিনটি, দক্ষিণ-পশ্চিমপাড়ায় ৫০০ সদস্যের সমন্বয়ে তিনটি এবং সড়কপাড়ায় ১০০ সদস্যের সমন্বয়ে একটি করে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেককেই পালা করে পাহারা দেয়। গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সামদানি জানান, ডাকাতির ভয়ে এলাকাবাসী নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর