বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গাইবান্ধায় ৪ শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন

ভাঙন আতঙ্কে শত শত পরিবার

যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে ওইসব এলাকার চার শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যমুনার বুকে নিশ্চিহ্ন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছ গ্রাম, কবরস্থান। ভাঙন আতঙ্কে রয়েছে নদী-তীরবর্তী শত শত পরিবার। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ওইসব এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা জানান, হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি, দিঘলকান্দি, গোবিন্দপুর, বেড়াগ্রাম ও হলদিয়া গ্রামের আড়াই শতাধিক ঘরবাড়ি এবং সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দি, বাঁশহাটা, হাটবাড়ি, কামারপাড়া ও বরমতাইড় গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত এক সপ্তাহে। এ পরিস্থিতিতে সাঘাটার গোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের মুখে নিলামে বিক্রি করা হয়েছে। এছাড়া গোবিন্দী ঈদগাহ মাঠ ও কবরস্থান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দক্ষিণ দীঘলকান্দি গুচ্ছ গ্রামের ৯টি ঘর নদীগর্ভে নিশ্চিহ্ন হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, ভাঙনকবলিত এলাকায় অর্থাভাবে কোনো প্রকল্প গ্রহণ সম্ভব হয়নি।

সর্বশেষ খবর