বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
গণপিটুনিতে দুজন নিহত

হত্যাকারীদের বিচার দাবি এলাকাবাসীর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের দুই যুবক মিরন ও ফরহাদকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় বোয়ালমারী-মাঝকান্দি সড়কের কাদিরদি বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করে দোষীদের বিচার দাবি করেছেন। বক্তব্য দেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক মোল্যা, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. শামিম মোল্যা, বিএনপি নেতা রাফিউল আলম মিন্টু, যুবলীগ নেতা মো. খন্দকার শাফি প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জুলাই ডাকাত আতঙ্কে এলাকায় পাহারা চলাকালীন রাত সাড়ে ৯টায় ময়না ইউনিয়নের সাতৈর-এলাংখালী সড়কের হাটখোলাচর বটতলা নামক স্থানে ডাকাত সন্দেহে ওই দুই যুবক গণপিটুনিতে নিহত হন। এ ঘটনার পরের দিন ৬ জুলাই নিহত ফরহাদের ভাই মোস্তফা মোল্যা বাদি হয়ে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সর্বশেষ খবর