বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

টঙ্গীতে ছিনতাই বেড়েছে

সন্ধ্যার পর ছিনতাইকারীদের দখলে থাকে টঙ্গী। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠেছে ছিনতাই চক্রের সদস্যরা।

সন্ধ্যা নামলেই টঙ্গীতে শুরু হয় ছিনতাইকারীদের তৎপরতা। নতুন বাজার রেল গেইট, বাটা গেট, মিলগেট, হোসেন মার্কেট, গাজীপুরা সাতাইশ ও বাশপট্টি, এরশাদ নগর, আরিচপুর, বিসিক, পাগাড়, দত্তপাড়া, বড়দেওড়া, মুদাফাসহ ২০/২৫ স্পটে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইরোধে পুলিশের চেষ্টা থাকলেও কাজে আসছে না। ১২ জুন রাতে নতুন বাজার রেলগেইট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে উত্তরা রিজেন্ট হাসপাতালের মার্কেটিং অফিসার আমির হোসেন রিংকু খুন হয়। ১৭ জুন রাতে কামারপাড়া রোড এলাকায় গরীব এন্ড গরীব পোশাক কারখানার মালিক মো. নাজমুল হকের কাছ থেকে একটি লাইসেন্সকৃত পিস্তলসহ নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ১৮ জুন দুপুরে টঙ্গীর মুদাফা মাদ্রাসা মার্কেট রোড এলাকায় একদল ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে বিকাশকর্মী আনোয়ার ও তাজুল ইসলামের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। ১৯ জুন রাত সাড়ে ১১টায় কামারপাড়া রোডে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের টের পেয়ে গেলে পালিয়ে যায়। পরে থানার এএসআই লালন ফকির ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করে। টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছিনতাইরোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর