বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আট পাসপোর্ট দালালের কারাদণ্ড

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আট দালালকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাধন, বিপুল, পিপুল, সুমন, মিলন, সোহেল, পারভেজ ও শহিদুল। জানা যায়, বুধবার দুপুরে র‌্যাব জানতে পারে, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি দালালচক্র। খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ সময় জব্দ করা হয় পাসপোর্টের কাজে ব্যবহৃত নকল সিল, প্যাড ও কম্পিউটার। সিলগালা করে দেওয়া দালালদের ব্যবহৃত দুটি ঘর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
খুলনায় ৯ জনের : নিজস্ব প্রতিবেদক-খুলনা জানান, নগরীর শিরোমনিতে অবস্থিত বিআরটিএ কার্যালয় থেকে গতকাল চালাল চক্রের নয় সদস্যকে আটক করে র‌্যাব। পরে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্তার, মনিরুল, মোশারফ, মাহফুজ, মান্নাফ, ওমর, ইব্রাহিম, শামীম ও মাছুম।

সর্বশেষ খবর