বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

দিনাজপুর বরগুনায় ভুল চিকিৎসায় দুজনের মৃত্যু

ভুল চিকিৎসায় দিনাজপুরে প্রসূতি এবং বরগুনায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের সুলতানা খাতুন ও বরগুনার তালতলীর আলী আকবর। বীরগঞ্জ উপজেলা শহরের বীরগঞ্জ ক্লিনিক ও তালতলীর এক হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে এ দুটি ঘটনা ঘটে। প্রসূতি সুলতানার মৃত্যুর ঘটনাটি গতকাল দেড় লাখ টাকায় দফারফা করা হয়েছে বলে জানা গেছে। সুলতানার স্বামী আনোয়ার হোসেন জানান, শনিবার বিকালে তার স্ত্রীকে বীরগঞ্জ ক্লিনিকে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭টায় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত চিকিৎসক বলেছেন আপনার রোগীর অবস্থা ভালো। কিন্তু সিজারের পর অপারেশন থিয়েটার থেকে ক্লিনিক কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে তাকে দিনাজপুর নিয়ে যায়। এ সময় পরিবারের কাউকে সঙ্গে নেয়নি। দিনাজপুর নেওয়ার পর আমাদের জানানো হয় রোগী মারা গেছেন। পরে নার্সদের সঙ্গে কথা বলে বোঝা গেছে অপারেশন থিয়েটারেই সুলতানা মৃত্যু হয়েছে। ক্লিনিক মালিক বেলাল হোসেন জানান, রোগী দুর্বল থাকার কারণে অবস্থার অবনতি হতে থাকে। আমরা তাকে দ্রুত জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান। তবে শিশুটি সুস্থ আছে। এ ব্যাপারে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি কৌসলে প্রসঙ্গ এড়িয়ে যান। এদিকে বরগুনায় নিহতের স্বজনরা জানান, সোমবার হোমিওপ্যাথিক চিকিৎসক মনিরুল ইসলাম আলী আকবরের হার্নিয়া অপারেশন করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে মনিরুল নিজেই তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান। সেখানে মঙ্গলবার রাত ১০টায় মারা যান আলী আকবর।

এ ব্যাপারে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর্স অসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ বলেন, 'হোমিওপ্যাথিক চিকিৎসায় অপারেশনের কোনো সুযোগ নেই। যদি কেউ অপারেশন করেন সেটার দায়ভার তার।

এর আগেও ডাক্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে অপারেশন করার খবর আমরা পেয়েছি।'

 

সর্বশেষ খবর