শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এক পলক

সাংবাদিকের ওপর হামলা

দৈনিক ইনকিলাবের বগুড়া স্টাফ রিপোর্টার মাহফুজ মণ্ডল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বগুড়া শহরের রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল বিকালে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি আবুল বাসার হামলার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১৩৯ গ্রামপুলিশকে বাইসাইকেল

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৩৯ গ্রাম পুলিশকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে লালপুর থানা চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ। লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, বাগাতিপাড়ার ইউএনও সালাহউদ্দিন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।

-নাটোর প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মাগুরা জেলা পরিষদের আয়োজনে গতকাল দুপুরে দ্বিতীয় দফায় চার উপজেলার প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী প্রমুখ। -মাগুরা প্রতিনিধি

কর্মশালা

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শেরপুর এলজিইডি ভবনে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ই- টেন্ডারিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেরপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ভাস্কর ক্রান্তি চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন ওয়াহিদুল নবি সরকার, সফিউল আলম, খাদিজা বিলকিস, বাদল হায়দার ও মামুনুর রহমান। -শেরপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ছাত্র ও শ্রমিক নিহত
গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র মিঠু মোল্লা নিহত হয়েছেন। তিন গাজীপুর সদর উপজেলার গজারিয়া পাড়ার জালাল মোল্লার ছেলে ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র। এদিকে জেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী কর্মী নিহত হয়েছেন। নিহত লিজা ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বপন মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের দক্ষিণ সালনায় ইউটাহ ফ্যাশন্সের কর্মী ছিলেন।
রূপগঞ্জে বাসের সহকারী : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় ওই বাসের সহকারী রাকিব হাসান নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। রাকিবের বাড়ি খুলনার রূপসা থানায়।
-গাজীপুর ও রূপগঞ্জ প্রতিনিধি
এসআইর অপসারণ দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এসআই ফজলুল হকের অপসারণ দাবিতে এলাকাবাসী জুতা ও ঝাড়ু মিছিল করেছেন। ঘুষ, মাদক ব্যবসায়ীদের সহায়তাসহ নানা অভিযোগ এনে গতকাল উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় মিছিল বের করা হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ব্যবসায়ী আরিফ হাসান, সেলিম মিয়া, আক্তার হোসেন প্রমুখ।
-রূপগঞ্জ প্রতিনিধি
 

 

 

সর্বশেষ খবর