বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঘূর্ণিঝড় \\\'কোমেন\\\' মোকাবেলায় সুন্দরবনে রেড এর্লাড জারি

ঘূর্ণিঝড় \\\'কোমেন\\\' মোকাবেলায় সুন্দরবনে রেড এর্লাড জারি

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ সর্তকতা ‘রেড এর্লাড’ জারি করেছে সুন্দরবন বিভাগ। সকল কর্মকর্তা-কর্মচারীরর ছুটি বাতিল করে তাদের নিরাপদ আশ্রয়ে সর্বোচ্চ সর্তকতায় থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগ ও খুলনায় পশ্চিম সুন্দরবন বিভাগ দুটি কন্টোল খুলেছে। সুন্দরবন বিভাগের সকল নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পূর্ব সুন্দরবন বিভাগের ৪টি সাইক্লোন সেল্টারসহ সব বন অফিসগুলোতে জেলে-বনজীবীরা আশ্রয় নিয়েছে। সুন্দরবনের ছোট-ছোট খালে কয়েক শ’ মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে। সুন্দরবনের সব চর ও নদী থেকে সব জেলে-বনজীবীদের র‌্যাব ও কোস্টগার্ডের সরিয়ে আনা হয়েছে।

বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেজ্ঞের এসিএফ কামাল আহম্মেদ দুপুরে জানান, সুন্দরবনে দু’ থেকে তিন ফুট পানি বেড়েছে। ঝড়ো দমকা হাওয়া বইতে শুরু করেছে। তারা তাদের বন অফিসগুলোর সাথে প্রতি আধা ঘন্টা পর-পরই যোগাযোগ রক্ষা করে চলেছেন।
 

 

বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর