বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঘূর্ণিঝড় কোমেনের আতঙ্কে নির্ঘুম রাত

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল

ঘূর্ণিঝড় কোমেনের আতঙ্কে নির্ঘুম রাত

ঘূর্ণিঝড় কোমেনের আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার সমুদ্র উপকূলের প্রায় অর্ধলক্ষ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারেরর চেয়ে বৃদ্ধি পেয়েছে। জেলেরা মাছ ধরা ট্রলার নিয়ে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আরৎঘাটসহ বিভিন্ন নিরাপদ পয়েন্টে আশ্রয়ে রয়েছে। এছাড়া লালুয়া ও মহিপুর ইউনিয়নে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে দফায় দফায় জেয়ারের পানি প্রবেশ করায় গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। উপজেলার চরাঞ্চলসহ বেড়িবাধেঁর বাহিরে অবস্থানরত লোকজনদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের সর্তকতা সঙ্কেতের সাথে সাথে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কগ্রস্থ ওইসব এলাকার মানুষ নির্ঘুমরাত কাটায়। এদিকে আবহাওয়া অফিস উপকূলীয় এলাকায় ৫নং বিপদ সংকেত জারি করেছে। বিভিন্ন স্থানে  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পক্ষ থেকে সংকেত পতাকা উত্তলন করা হয়। এছাড়া উপজেলার বেড়িবাঁধ বিধ্বস্ত লালুয়া ইউনিয়নের ১০টি গ্রাম ও মহিপুর ইউনিয়নের ৪টি গ্রাম দফায় দফায় অস্বাবাভিক জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এরফলে ওইসব গ্রামের অধিকাংশ ফসলী জমির বীজতলা তলিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

বঙ্গবন্ধু কলোনীর আলমগীর হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে এখানের বেশিরভাগ বাড়িঘর তলিয়ে গেছে। হাঁটু পরিমাণ পানির নীচে ডুবে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। অধিকাংশ পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। এছাড়া ঝড়ের আশঙ্কায় এখানের প্রতিটি পরিবারই আতঙ্কে রয়েছে।

উপজেলার সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান জানান, উপজেলা পরিষদে মিটিং করে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর