শিরোনাম
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস মাজারে

মা-ছেলেসহ নিহত ৩বিভিন্ন স্থানে আরও আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস মাজারে ঢুকে গেলে মা-ছেলেসহ তিনজন নিহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, রাজশাহী, ফেনী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যু হয়েছে আটজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাজারে ঢুকে পড়লে বাসচাপায় ঘটনাস্থলে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালতিপাড়া মাজারের খাদেম ফিরোজের ছেলে নাঈম, চালতিপাড়ার আবু তালেবের স্ত্রী শিলা আক্তার ও তাদের ছেলে ছোটন। আহতদের ঢাকাসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার নয়াখালের মুখ এলাকায় গতকাল বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের আনোয়ার ও মিরসরাই পৌরসভার নাজিরপাড়ার মনোয়ার। রাজশাহী : মহানগরীর সিটি বাইপাসের বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার পর ওই অ্যাম্বুলেন্সে করে দুজনকে রাজশাহী মেডিকেলে  নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, নগরীর রাজপাড়ার মামুনুর রশিদ ও মতিহার থানার মন্টু। মামুন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। ফেনী : ছাগলনাইয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী ফারিয়া আক্তার নিহত হয়েছে। উপজেলার রাধানগর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। ফারিয়া ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রামের আলাউদ্দিনের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মানিকগঞ্জ : বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে মহিদুর রহমান নামে এক যাত্রী নিহত হয়েছেন। মানিকগঞ্জের বরংগাইল-ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের ছোট বরুলিয়া এলাকায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। মহিদুর দৌলতপুর উপজেলার মালিথা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল হালিম নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি সলঙ্গা থানার চক গোবিন্দপুরের গোলবার হোসেনের ছেলে। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোট বিনাইরচর এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ইমাম সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী গ্রামের মুসা মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর