বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

গাছের সঙ্গে শত্রুতা

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের মাওলানা মো. রুহুল আমিনের পৈতৃক জমিতে রোপণ করা শতাধিক গাছের চারা গত দুই দিন ধরে কেটে ও উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। এদিকে জমির মালিক ওই এলাকায় বসবাস না করায় আইনের আশ্রয় নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ওই জমির রক্ষণাবেক্ষণকারী মো. রফিক মিয়া। গতকাল সরজমিনে দেখা গেছে, রেন্ট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা কেটে ও উপড়ে ফেলা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে বাগানের চারপাশের বেড়া। জমি নিয়ে বিরোধের জেরে গত সোম ও মঙ্গলবার দফায় দফায় জমির পার্শ্ববর্তী ইসহাক ও তার ছেলে আলম, নুরুদ্দিন ও শাহে আলম এ ঘটনা ঘটিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জমির মালিক রুহুল আমিন, হজরত আলীসহ এলাকাবাসী জানান, ভোলা রেজিস্ট্রি অফিসের স্টাফ পরিচয় দিয়ে আব্দুস সাত্তার ওই সন্ত্রাসী গ্রুপটিকে মদদ দিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর