বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

মাদ্রাসাছাত্রী অপহরণ

নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বখাটে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার মধুপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে স্থানীয় মধুপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মজিবুল হকের বখাটে ছেলে আনোরুল আজিম।

-নোয়াখালী প্রতিনিধি  

রোকেয়ায় ছাত্র হল চালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ছাত্র হল চালু করা হয়েছে। গতকাল সকালে উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী আনুষ্ঠানিকভাবে হলটির উদ্বোধন করেন। এটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য প্রথম আবাসিক হল। এর আগে ২০১৩ সালের ১৪ জুলাই শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামে ৩৪৬ জন ছাত্রীর আবাসিক সুবিধাসম্পন্ন একটি ছাত্রী হল চালু করা হয়। -নিজস্ব প্রতিবেদক,রংপুর

ছাত্র নিহতের প্রতিবাদ

শেরপুরে বাসচাপায় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো শেরপুর-জামালপুর সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ঘাতক বাস চালকের ফাঁসি ও শহরের ভিতরে বাইপাস সড়কে দূরপাল্লার যানচলাচল বন্ধের দাবি জানায় তারা।গত সোমবার ঢাকা থেকে আসা বক্সিগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস আতিককে চাপা দেয়। -শেরপুর প্রতিনিধি

কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে গতকাল রামেরবাগ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এয়াকুব আলী মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। -লাকসাম প্রতিনিধি

গণডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোক্তারপুর ও মিনাজপুর গ্রামে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল কমপক্ষে পাঁচ বাড়ি থেকে নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  -চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর