শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

যুবলীগের দুই গ্রূপের বিরোধে অশান্ত চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

যুবলীগের দুই গ্রূপের বিরোধে অশান্ত চুয়াডাঙ্গা

জেলা যুবলীগের দুই গ্রূপের আধিপত্য বিস্তারের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গা। প্রায়ই ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। যুবলীগ নেতা-কর্মীর বাড়িতে একের পর এক বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। অভ্যন্তরীণ বিরোধের কারণেই এসব হচ্ছে বলে অভিমত অনেকের। যুবলীগের নেতা-কর্মীরাও তুলছেন পাল্টাপাল্টি অভিযোগ। জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপুর গাড়ি লক্ষ্য করে সবশেষ গত বুধবার সন্ধ্যায় গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। জিপুর সঙ্গে থাকা নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত দাবি করে জিল্লুর রহমান জিলকার নামে এক যুবলীগ কর্মীকে ধরে নিয়ে আসে জেলা যুবলীগ কার‌্যালয়ে। রাত ১১টায় জিলকারকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি জানান, আজিজুল নামে একজনের মোটরসাইকেলে তিনি চুয়াডাঙ্গায় আসছিলেন। হায়দারপুরের কাছে আজিজুল এক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর আজিজুল পালিয়ে গেলেও তিনি ধরা পড়েন। জিলকারকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়। একই রাতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর শহরের শেখপাড়ার বাড়িতে বোমা হামলা করে কে বা কারা। ওই রাতেই পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোমিনুল হাসান ও যুগ্ম-সম্পাদক মাফিজুর রহমান মাফির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এর আগে গত সোমবার ডিঙ্গেদহ এলাকার যুবলীগ কর্মী তোরাপের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু অভিযোগ করেন, প্রতিপক্ষ গ্রূপের কর্মীরা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় হাতেনাতে ধরা পড়েন জিল্লুর রহমান জিলকার। এর আগেও তার পক্ষের নেতা-কর্মীর বাড়িতে হামলা ও মারধর করা হয়েছে। যুবলীগের একাধিক সূত্র জানায়, দেড় মাস আগে জেলা যুবলীগের কমিটি গঠনের পর থেকে দুটি গ্রূপের মধ্যে বিরোধ প্রকট হয়েছে। একদিকে চলেছে নতুন কমিটিকে সংবর্ধিত করা। অন্যদিকে অব্যাহত আছে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ। দুই গ্রূপই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করছে। পুলিশের কাছেও আসছে পরস্পরবিরোধী অভিযোগ। জেলা শহরের বাইরে দুই গ্রূপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গাকে শান্ত করতে সব রকম চেষ্টা চলছে। মাঝেমধ্যে দু-একটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিক তা প্রতিহত করা হচ্ছে। হট্টগোল মারামারি ঘটনায় কেউ কোনো অভিযোগ নিয়ে এলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।

সর্বশেষ খবর