শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মামলা করে পালিয়ে বেড়াচ্ছে তিন পরিবার

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে জমি কিনে জালিয়াতির শিকার হয়েছেন উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের তিন ভাই। জালিয়াত চক্রের বিরুদ্ধে মামলা করে আসামিদের অব্যাহত হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এলাকা ছাড়া হওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তিন পরিবারের সদস্যরা। জানা গেছে, উপজেলার শ্রীরামদিয়া গ্রামের তজিমদ্দিন শেখের ছেলে মোতালেব, মোরাদ ও ফরহাদ একই গ্রামের ইয়ার মোহাম্মদ মোল্যার ছেলে কাওছার গংদের কাছ থেকে ৩৯ শতাংশ জমি কেনেন। ১৬ লাখ টাকা দিয়ে ২০১২ সালের ৫ মার্চ নগরকান্দা সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে ওই জমির দখলও বুঝে নেন। ওই বছরের ১১ মার্চ শ্রীরামদিয়া গ্রামের দলিলউদ্দিন মোল্যার ছেলে গিয়াসউদ্দিন মোল্যা মান্নান ফরিদপুর আদালতে ওই জমির পৈতৃক মালিকানা দাবি করে দাতা ও গ্রহীতাদের বিরুদ্ধে মামলা করেন।

শুনানি শেষে আদালত মামলাটি খারিজের আদেশ দেন। রেজিস্ট্রি সম্পাদনের দুই বছর পর গ্রহীতা মোতালেব দলিল উত্তোলন করেন। দলিলে দেখা যায় জমির প্রকৃত ক্রেতা তিনজনের স্থানে জালিয়াতি করে আরও একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র চার শতাংশ জমি প্রকৃত গ্রহীতাদের নামে রেখে বাকি ৩৫ শতাংশ শ্রীরামদিয়া গ্রামের দলিলউদ্দিন মোল্যার ছেলে গিয়াসউদ্দিন মান্নানের নামে দেখানো হয়েছে। এ ঘটনায় প্রকৃত গ্রহীতা মোতালেব জালিয়াতির অভিযোগ এনে ২০১৪ সালে নগরকান্দা থানায় মামলা করেন। আসামি করা হয়, সাব রেজিস্ট্রার মিজানুর রহমান, অফিস সহকারী আবুল হাশেম, অফিস সহায়ক বক্কার মিয়া, দলিলে ক্রেতা হিসেবে অন্তর্ভুক্ত মান্নান মোল্যা, নকলনবিস এসমোতারা, সুজিত মালো ও দেলোয়ারকে। মামলার পর থেকে আসামিরা তিন ভাইকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আসামিদের ভয়ে বর্তমানে এলাকা ছাড়া তিন ভাই।

সর্বশেষ খবর