শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চালু হচ্ছে শহীদনগর ট্রমা হাসপাতাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর ট্রমা সেন্টার পুনরায় চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গতকাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হকসহ একটি দল হাসপাতালটি পরিদর্শন করেন। হাসপাতালটি নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একাধিক সংবাদ প্রকাশ হয়। সূত্র জানায়, এদিকে ২০০৬ সালের ৬ অক্টোবর বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরের ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। কার্যক্রম চালু না হওয়ায় ২০১০ সালের ৩০ এপ্রিল ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি আবার উদ্বোধন করেন আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক। নির্মাণের ১০ বছর পার হয়ে গেলেও শুধু মাত্র বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকার কারণে হাসপাতালটি অকার্যকর হয়ে থাকে। এদিকে হাসপাতালের জায়গা দখল  করে অবৈধ ভাবে শুক্রবার ও   মঙ্গলবার সাপ্তাহিক হাট বসিয়ে ইজারা নিচ্ছে স্থানীয় একটি মহল।

সর্বশেষ খবর