শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ফেসবুকে স্ট্যাটাস

বদলে দিল ওদের পূজা

মেহেরপুর প্রতিনিধি

ফেসবুকের স্ট্যাটাস বদলে দিল দাস সম্প্রদায়ের ১০টি শিশু ও তার পরিবারের পূজার আনন্দ। সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফেয়া নাজমিন ‘রঙিন জামা চাই’ শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। এতে সাড়া দেন তার ফেসবুক বন্ধুরা। তাদের পাঠানো টাকায় এক এক করে ওই শিশুদের নতুন জামা জুতাসহ তাদের মা-বাবাকে শাড়ি-লুঙ্গি উপহার দেওয়া হয়েছে। তোফেয়া নাজমিন বলেন, সম্প্রতি ২য় শ্রেণির পিছিয়েপড়া কিছু শিক্ষার্থীর ক্লাস নিচ্ছিলেন। এ সময় তিনি লক্ষ্য করলেন সঞ্জিব নামে এক শিশুর স্কুল ড্রেস নেই। যেটি আছে তাও আবার বেশ কয়েক জায়গায় ছেঁড়া। সে জানায়, তার একটিই জামা আছে। নাজমিন দাস পাড়ায় খোঁজ নিয়ে ওই রকম আরও ১০ শিশুর খোঁজ পেলেন। এরপর তিনি ‘রঙিন জামা চাই’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে সাড়া দেন তার ফেসবুক বন্ধুরা। তাদের পাঠানো টাকায় ওই ১০ শিশুর নতুন জামা জুতোসহ তাদের মা-বাবাকে শাড়ি-লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর