শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাগরে ফের দস্যুদের তাণ্ডব, তিন জেলে গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে ফের জলদস্যুর তাণ্ডবের শিকার হয়েছে এফভি সাগর-২ নামে একটি মাছধরা ট্রলার। কক্সবাজার শহরের কলাতলি পয়েন্ট থেকে ১০-১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দস্যুদের বেপরোয়া গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদল লুট করে মাছ, জালসহ ট্রলারে থাকা মূল্যবান মালামাল।

আহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল কুলিয়াপাড়ার খোরশেদ আলম, মনজুর আলম ও বাঁশখালীর জসিম উদ্দিন। তাদের অরেকটি ফিশিংবোটের জেলেরা উদ্ধার করে মহিপুরের একটি হাসপাতালে ভর্তি করেছেন। এছাড়া ডাকাতদলের বেপরোয়া মারধরে আহত হয়েছেন আরও ১০ জন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা সবাই কূলে ফিরে এসেছেন বলে জানান, কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ। তিনি জানান, সোনাদিয়া, কুতুবদিয়া, বাঁশখালীসহ বিভিন্ন এলাকার জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত তারা লুট করছে জেলেদের আহরিত মাছসহ নানা জিনিসপত্র। ডাকাতের গুলি ও মারধরে আহত হয়ে ফিরে আসছেন জেলেরা। উলে­খ্য, ২০ গত মঙ্গলবার বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রের মুখে ‘এফবি ভাই ভাই’ নামে একটি ফিশিংবোটসহ চালক শাকের মাঝিকে অপহরণ করে জলদস্যুরা। এর একদিন বুধবার ‘এফভি নাসের’ ও ‘এফভি সুরুজ জামাল’ নামে আরো দুটি ফিশিংবোট দস্যুতার শিকার হয়।

সর্বশেষ খবর