সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পেটের ভিতর গজ রেখেই সেলাই

ময়মনসিংহ প্রতিনিধি

রোগীর পেটের ভিতর গজ রেখেই সেলাই করেছেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংশ্লিষ্ট হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসকদের এমন ঘটনার শিকার হয়েছেন শহরের নওমহল মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার ববি। স্বজনরা দায়ী চিকিৎসকের শাস্তি দাবি করেছেন।

জানা গেছে, গত ১৯ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নুরুন্নাহার ববি। ওই রাতেই তাকে অপারেশন করেন গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক কানিজ ফাতেমা জান্নাত। ববি কন্যা সন্তানের মা হলেও সিজারের পর অসুস্থ হয়ে পড়েন। ফুলে যায় তার পেট। প্রচণ্ড ব্যথা অনুভব করায় সংশ্লিষ্ট চিকিৎসকদের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি। পরে দুই ইন্টার্ন চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাম করা হয়। এতে ধরা পড়ে তার পেটের ভিতর সাদা এক প্রকার বস্তু। ২২ অক্টোবর দ্বিতীয় দফা অপারেশন করে পেটের ভিতর থেকে রক্তাক্ত গজ বের করা হয় বলে জানান ববির স্বামী আহসান কবির। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন তলার ৪ নম্বর কেবিনে ভর্তি আছেন নুরুন্নাহার ববি। আহসান কবির বলেন, ‘চিকিৎসক কানিজ ফাতেমা পেটে রক্তাক্ত গজ রেখেই অপারেশন করেছিলেন। আলট্রাসনোগ্রাম রিপোর্টে ধরা পড়ার পর দ্বিতীয়বার অপারেশন করা হয়।’ চিকিৎসক কানিজ ফাতেমা দাবি করেন, অপারেশনের সময় আমার সঙ্গে সিনিয়র চিকিৎসক ছিলেন। পেটের ভেতর গজ ছিল না। পুঁজ আর জমাটবাঁধা রক্তের কারণে রোগীর পেট ফুলে গিয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর