সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
‘মদ ট্র্যাজেডি’ মামলা

প্রধান দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিহারীপাড়ায় ‘মদ ট্র্যাজেডি’ মামলার প্রধান আসামি মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়া ও তার স্ত্রী হোসনে আরাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর দমদমা এলাকা থেকে গতকাল বিকালে তাদের গ্রেফতার করা হয়। গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মদ ট্র্যাজেডি মামলা : ধরাছোঁয়ার বাইরে হোতারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ  জানান, ঘটনার পর তারা পলাতক ছিলেন। গতকাল ঢাকায় পালিয়ে যাওয়ার উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় ২৪ আসামির মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হলো। প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাতে বিহারীপাড়ার মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদপানের পর বিষক্রিয়ায় ১১ জন মারা যান। এ ঘটনায় নিহত নাসিম মণ্ডল ও মনু মণ্ডলের ভাই আমিন মণ্ডল আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মিঠু মিয়াসহ ২৪ জনের নামে হত্যামামলা করেন।

সর্বশেষ খবর