সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় আব্দুল হক ও তার ছেলে নাঈমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় বসতবাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট করা হয়। স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।-রূপগঞ্জ প্রতিনিধি

মাদক বিক্রির দায়ে নারীর কারাদণ্ড

টঙ্গীর বড়দেওড়া পরান মন্ডলের টেক এলাকায় রবিবার দুপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে রাজিয়া নামে এক নারী ও তার ছেলে এমারতকে আটক করেন র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় ৪৪৯ বোতল ফেনসিডিল, সাড়ে ৩শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর মেজর মো. আসিফ কুদ্দুসের নেতৃত্বে অভিযানকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ  উপস্থিত ছিলেন। রাজিয়া অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে  গাজীপুর কেন্দ ক্ষীয় কারাগারে পাঠানো হয়। তার ছেলে এমারতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। -টঙ্গী প্রতিনিধি

নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট

চাঁদাবাজির অভিযোগে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকে নড়াইল-যশোর-খুলনা রুটে বাস ধর্মঘট শুরু হয়েছে। গতকাল সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সভাপতি সরদার আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকায় সুমন নামে এক চাঁদাবাজ বিভিন্ন বাস থেকে চাঁদা দাবি করার প্রতিবাদে এ বাস ধর্মঘটের ডাকা হয়েছে। এছাড়া সুমন বাসের সময় নিয়ন্ত্রকের চাকরিও দাবি করেন।-নড়াইল প্রতিনিধি

১৩ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাঠবাজার এলাকায় গতকাল ভোরে আগুনে একটি স’মিলসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। -কিশোরগঞ্জ প্রতিনিধি

চাচা-ভাতিজার প্রাণহানি

চট্টগ্রাম মাছ ধরতে গিয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। তারা হলেন- চাচা মোহাম্মদ মাহবুব (৩৫) ও ভাতিজা জুয়েল (১৩)। শনিবার দিবাগত রাতে রাঙ্গুনীয়া উপজেলার কর্ণফুলী নদীর ফেরিঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাঙ্গুনীয় থানার ওসি হুমায়ন কবির বলেন, শনিবার বিকালে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যায় ওই চাচা-ভাতিজা। এ সময় তারা ফেরিঘাটে পরিত্যক্ত পন্টুনের নিচে ঢুকে। হঠাৎ জোয়ারে তারা পন্টুনের ভেতরে আটকা পড়ে মারা যান। পরে ফেরির পন্টুনের একাংশ কেটে তাদের লাশ উদ্ধার করা হয়। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোটরসাইকেল ছিনতাই

পটুয়াখালীর কলাপাড়ায় চালকের এক হাত ও দুই-পা ভেঙে ভাড়ায় চালিত মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় চালক মনির হোসেন সিকদারকে (৩২) বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। -কলাপাড়া প্রতিনিধি

জালিয়াত আটক

সিলেটের দক্ষিণ সুরমার লক্ষীপুর গ্রাম থেকে মোহাম্মদ আলী (৪৬) নামে পাসপোর্ট জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আলী ওই গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

শনিবার রাতে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬টি বাংলাদেশি পাসপোর্ট, একটি ব্রিটিশ জাল পাসপোর্ট, বিভিন্ন দেশের ১২টি ভুয়া ভিসা ও বেশকিছু কাগজপত্র উদ্ধার করেছে। তাকে থানায় সোপর্দ করা হয়। -নিজস্ব প্রতিবেদক, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর