সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা নদীর ব্রিজটির মাঝামাঝি স্থানে ফাটল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা নদীর ব্রিজটির মাঝামাঝি স্থানে ফাটল

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজটির মাঝামাঝি স্থানে বড় গর্ত দেখা দিয়েছে। গর্তের পাশ থেকে ব্রিজের অর্ধেক অংশে দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় ব্রিজটি পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ব্রিজের উভয় পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারী যানবাহন উঠতে দেওয়া হচ্ছে না। টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই ।

সর্বশেষ খবর