সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শ্রীপুর ও চাঁদপুরে দুই প্রসূতির মৃত্যু

ভুল চিকিৎসার অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর ও চাঁদপুরে ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীপুর প্রতিনিধি জানান, ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকায় পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রীমা আক্তার (৩০) শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী। নিহতের শ্বশুর ওসমান গণি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হাসপাতালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন ডা. মাহমুদুর রহমান শাহীনের তত্ত্বাবধানে রীমার সিজার করা হয়। সেখানে একটি কন্যাসন্তানের জন্ম হয়। এদিকে সিজারের সময় রক্তনালি কেটে যাওয়ায় রীমার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এ সময় ডাক্তার কাউকে না বলে দ্রুত হাসপাতাল ত্যাগ করে। এদিকে হাসপাতালের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম অতিরিক্ত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রীমার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভাঙচুর চালায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চিকিৎসক ডা. মাহমুদুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, ক্লিনিক ভাঙচুরের খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, শহরের চেয়ারম্যানঘাট এলাকার মুক্তি হাসপাতালের ভুল চিকিৎসায় মুন্নি আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুন্নি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডি গ্রামের দিদার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে ওই হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা পলাতক রয়েছেন। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে মুন্নির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, নিহতের পরিবার কোনো মামলা করেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর