সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ঘাঘর নদীতে নৌকা বাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি

বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঘাঘর নদীতে অনুষ্ঠিত বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ, কোটালীপাড়া পৌরসভা ও ঘাঘর বাজার বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এ নৌকা বাইচ।শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর পরের দিনে। জেলার আশ-পাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক বাইচ উপভোগ করতে আসেন। অংশ নেয় শতাধিক নৌকা। নারীদের বাচারী নৌকা ছিল এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এফবিসিসিআই’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের  উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ। উপস্থিত ছিলেন মো. খলিলুর রহমান, মাহাবুব আলী খান, মুক্ষুজিবুর রহমান হাওলাদার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর