বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেই অবরোধ’

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেই তিন পার্বত্য জেলায় লাগাতার অবরোধ কর্মসূচি পালনের হুমকি দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। রাঙামাটি জেলা প্রশাসকের চত্বরে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গতকাল পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন, সচিব চাকমা, চঞ্চলা চাকমা, উদয়ন ত্রিপুরা, জরিতা চাকমা, টোয়েন চাকমা প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। সরকার চুক্তি বাস্তবায়ন না করে এ প্রতিষ্ঠান চালু করলে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান হরতাল অবরোধেরমত কঠোর কর্মসূচি দিয়ে আচল করে দেওয়া হবে।

সর্বশেষ খবর