বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিরাজগঞ্জ ও বাগেরহাটে তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ ও বাগেরহাট প্রতিনিধি

সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে হাফিজুর রহমান (২৬) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ধর্ষণের ফলে জম্ন নেওয়া শিশু সন্তানের লালন-পালনের জন্য আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জ নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  অরূপ কুমার গোস্বামী (জেলা জজ) দণ্ডাদেশ প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত হাফিজুর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার টিকরাভিটা গ্রামের মো.  রব্বেল ভুইয়ার ছেলে। বাবার যাবজ্জীবন : এদিকে জেলার বেলকুচিতে খাবারে বিষ মিশিয়ে শিশু কন্যা হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়র জজ ড. ঈমান আলী শেখ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মো.  কবির (৩১) বেলকুচি উপিজেলার রানীপুরা গ্রামের জুলহাস সেখের ছেলে। বাগেরহাট : স্ত্রীকে হত্যার দায়ে আদালত নিহতের স্বামী চাকলাদার আবু সাঈদকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান বুধবার এই আদেশ দেন। রায়ে আবু সাঈদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।  নিহতের নাম রুনা খাতুন (২৮) রামপাল উপজেলার বি চাকশ্রী গ্রামের শেখ হেকমত আলীর মেয়ে। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ চাকলাদার একই এলাকার আব্দুল হাকিম চাকলাদারের ছেলে।

সর্বশেষ খবর