বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
খবর প্রকাশের জের

তালা খুলল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সেবা চালু

বিশ্বনাথ প্রতিনিধি

প্রাণ ফিরে পেয়েছে সিলেটের বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর খুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের তালা। আবারও সেখানে চালু হয়েছে চিকিৎসা কার্যক্রম। ‘স্বাস্থ্যকেন্দ্রে  ভুতুড়ে পরিবেশ’ শিরোনামে ১৭ অক্টোবর ‘বাংলাদেশ প্রতিদিনে’ সচিত্র সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ২১ অক্টোবর স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। ২৭ অক্টোবর চিকিৎসা কার্যক্রম চালুর পর পরিদর্শনে আসেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক মো. মতিউর রহমান। এ সময় তিনি জানান, অচলাবস্থা কাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু হয়েছে। একজন ডাক্তার, একজন পরিদর্শিকা ও একজন আয়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এখানে চিকিৎসা সেবা দেবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও নিয়মিত এখানে রোগী দেখবেন। এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা নিলিমা দাস প্রতি শনিবার ও মঙ্গলবার স্বাস্থকেন্দ্রটি পরিদর্শন করবেন।

সর্বশেষ খবর