বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
চিংড়িঘেরে ডাকাতি

আতঙ্কে মালিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর চিংড়ি জোনখ্যাত বহলতলীতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছেন চার ঘেরশ্রমিক। তাদের ছোড়া গুলির শব্দে আতঙ্কে ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ মারা গেছেন মোজাফ্ফর আহমদ নামে এক ঘেরমালিক। এ সময় ডাকাতদল লুট করে মাছ, জালসহ ১০ লাখ টাকার মালামাল।

আশপাশের ঘের মালিকরা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ২০/২২ জনের ডাকাতদল প্রথমে পশ্চিম মাছের জোরা মৌলভী মমতাজের চিংড়ি ঘেরের নূর আহমদকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ঘেরে ঢোকে। এ সময় ঘেরের মালিক-শ্রমিকরা প্রাণ বাঁচাতে পানিতে লাফ দিলে ডাকাতরা তাদের লক্ষ্য করে অন্তত ১৫ রাউন্ড রাউন্ড গুলি ছুঁড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। তারা আরও জানান, ডাকাতির খবর পেয়ে ঘের মালিক মোজাফফর তার ভাই ফরিদসহ কয়েকজন ঘেরের দিকে যান। ঘেরের কাছাকাছি পৌঁছলে গুলির শব্দে পানিতে লাফ দেন মোজাফফর। একপর‌্যায়ে তিনি ক‚লে আসতে না পারায় সাহায্য চান। অন্যরা তাকে তুলে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর