বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লার আদালতে নাবিল-আলমগীরের হাজিরা

কুমিল্লা প্রতিনিধি

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ও তার সহযোগী আলমগীর হোসেনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

গতকাল র‌্যাব-৭-এর দুই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল আদালত। দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের শেষ দিকে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী। ওই মামলায় এ পর্যন্ত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

এর মধ্যে ১৯ ও ২০ নম্বর সাক্ষী হলেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক বর্তমানে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান খালেদ আবু নাসের ও র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার বর্তমানে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান।

সর্বশেষ খবর