শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পার্বতীপুরে ১০ দিনে ১০ ট্রান্সফরমার চুরি

সংযোগের নামে চাঁদাবাজি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ১০ দিনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমার চুরি ও সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- এনামুল হক, নান্নু ওরফে মোসলেম উদ্দীন, মিজানুর রহমান, ফয়জার রহমান ও নুর আলম ওরফে কানা আলম। 

দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস ও পুলিশ জানায়, সংঘবদ্ধ দুর্বৃত্ত গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত উপজেলার চারটি স্থানের সেচ কাজে ব্যবহৃত সংযোগ লাইন থেকে ১০টি ট্রান্সফরমার চুরি করে। এরমধ্যে রয়েছে পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া, ভোটগাছ ও আইনুল হুদা গ্রামের তিন গভীর নলকূপের সংযোগ লাইন থেকে ১০ কিলো ভোল্টের নয়টি ও রামপুর ইউনিয়নের জমিরেরহাট গ্রামের একটি নলকূপ সংযোগ লাইন থেকে পাঁচ কিলো ভোল্টের একটি ট্রান্সফরমার। চুরি যাওয়া এসব ট্রান্সফরমারের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ চুরির ঘটনায় দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস কর্তৃপক্ষ গত ১৫ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় মামলা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ. মতিন জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান। এদিকে, মোস্তফাপুর পূর্বপাড়ার মিজানুর রহমান ওই ইউনিয়নের আমবাড়ী, কাশিপুর, দণ্ডপাণি ও মোস্তফাপুর গ্রামের ৪০ জনকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পার্বতীপুর জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আশরাফুল হক জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় চারটি অভিযোগ করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, মিজানুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও তাকে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ খবর