শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, আহত ৭৬

প্রতিদিন ডেস্ক

কক্সবাজার, টাঙ্গাইল, চট্টগ্রাম ও বরিশালে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এই চার জেলা ও লক্ষীপুরে আহত হয়েছেন আরও ৭৬ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কক্সবাজার : জেলা শহরের ঝিলংজা জানারঘোনা এলাকায় গতকাল যাত্রীবাহী বাস-মাইক্রোর সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন- মাইক্রোচালক চকরিয়া সদর এলাকার বেদু বড়ুয়ার ছেলে মিন্টু ও চট্টগ্রামের সাতকানিয়ার মৃদুল দাশের স্ত্রী স্বপ্না। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীতে গতকাল ভোরে ট্রাকচাপায় দুজন নিহত ও আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- কালিহাতীর মুলিয়া গ্রামের আজাহার আলী ও জমেলা বেগম। আহত ব্যক্তির নাম বাদশা মিয়া। তিনি নিহত জমেলার স্বামী। তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরায় বাইপাস এলাকায় গতকাল বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বরিশাল : গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারী মো. খলিল হাওলাদার নিহত হয়েছেন। উপজেলার বার্থী এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। খলিলুর গৌরনদীর কমলাপুর গ্রামের হাতেম হাওলাদারের ছেলে।  লক্ষীপুর : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। লক্ষীপুর শহরের পৌর বাস-টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর