মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

প্রতিদিন ডেস্ক

বরিশাল, মৌলভীবাজার ও নারয়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন করে নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, ময়মনসিংহ, দিনাজপুর, সিরাজগঞ্জ, টঙ্গী ও চুয়াডাঙ্গায় মারা গেছেন একজন করে। বরিশাল : ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ ও গৌরনদীতে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন ছয়জন। নিহতরা হলেন- হাকিম খান ও রাসেল। মৌলভীবাজার : রাজনগর উপজেলার আমিনাবাদ চা-বাগানে ট্রাক্টর উল্টে চালক মঞ্জু তেলেঙ্গা ও ট্রাক্টরে থাকা চা-বাগানের নাইট গার্ড বিন্দু নমসূত্র নিহত হয়েছেন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : আড়াইহাজারের চম্পক নগর গ্রামে গতকাল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামুন মোল্লা নিহত হয়েছেন। মামুন ওই গ্রামের আউয়াল মোল্লার ছেলে। এদিকে সোনারগাঁর কাঁচপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম রাজিব। বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে ট্রাক্টর ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত জিয়াউর উপজেলার নাসিরপুর গ্রামে আকির মিয়ার ছেলে।  লালমনিরহাট : পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মুনতাসির মাওলা মুন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গতকাল বাস উল্টে এক নববধূ নিহত ও আহত হয়েছেন ৩০ জন। উপজেলার হাজির বাজার নামক স্থানে দুঘটনাটি ঘটে। নিহত পিংকি আক্তার গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের মোতালেবের স্ত্রী। দিনাজপুর : দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কে ট্রাকের চাপায় রবিবার রাতে জাহাঙ্গীর আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের তজির উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ : অটোরিকসাচাপায় আব্দুল আলীম নামে এক পৌর টোল আদায়কারীর মৃত্যু হয়েছে। আলীম ধানবান্ধি মহল্লার আব্দুল বারেকের ছেলে।  চুয়াডাঙ্গা : শহরের ভিমরুল্লা এলাকায় ট্রাকের পিছনে ধাক্কা লেগে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু চালক নিয়ারুল হোসেন মারা গেছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী : গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় গতকাল সন্ধ্যায় বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় আলমগীর নামে এক পরিবহন চালক নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর