শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামালপুরে ঝুঁকিপূর্ণ ২০০ বিদ্যালয়

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ঝুঁকিপূর্ণ ২০০ বিদ্যালয়

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারান্দায় পাঠদান

টিনশেড বিদ্যালয় ঘরটি জরাজীর্ণ, একমাত্র ভবনে ফাটল- এই অবস্থায় জামালপুর সদরের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে বারান্দায়। টিনের চালায় অসংখ্য ফুটো আর ফাটলের কারণে সদরের দেউলিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ক্লাস চলছে খোলা আকাশের নিচে। ফাটল আর পলেস্তারা উঠে যাওয়ায় দুর্ঘটনা ঝুঁকির মুখে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল দুটি ভবনই। শুধু এই তিনটি বিদ্যালয় নয়- জেলার প্রায় ২০০ প্রাথমিক বিদ্যালয় ভবনই রয়েছে এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে। ছাদের ইট-পলেস্তারা খসে পড়ে প্রায়ই আহত হচ্ছে শিশু শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিটি দিন থাকতে হচ্ছে আতঙ্কে। অনেক বিদ্যালয়ে ক্লাস করতে হচ্ছে খোলা মাঠে। অনেকেরই আশঙ্কা- ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনা আতঙ্ক, প্রখর রোদে খোলা আকাশের নিচে ক্লাস করার কষ্টের কারণে শিশুরা বিদ্যালয়বিমুখ হয়ে উঠতে পারে। শিশুরা যাতে বিদ্যালয়বিমুখ না হয় সে বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো পুনঃনির্মাণের উদ্যোগ নেবে এমন দাবি এলাকাবাসী অভিভাবকদের।

 জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ইতিমধ্যে ১৮২টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পরিত্যক্ত ঘোষণা করেছে ১১টি বিদ্যালয় ভবন।  জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আলীম বিষয়টি স্বীকার করে বলেছেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিছু বরাদ্দও পেয়েছি। তাছাড়া স্থানীয়ভাবে টিন সংগ্রহ করে কিছু বিদ্যালয়ে ভবনের বিকল্প হিসেবে টিনশেড নির্মাণ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর