মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আন্দোলন অব্যাহত সাতক্ষীরা মেডিকেল শিক্ষার্থীদের

সাতক্ষীরা প্রতিনিধি

৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল দাবিতে গতকাল তৃতীয় দিনের মত মানববন্ধন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রেসক্লাবের সামনে সকালে ছাত্রছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, পঞ্চম বর্ষের ছাত্র আলমগীর হোসেন, মিজানুর রহমান, সাবরিন সরোয়ার প্রমুখ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়েরে মহাপরিচালক ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।

বক্তারা বলেন, ২০১১ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজ চালু হলেও আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। শুধুমাত্র মেডিসিন ওয়ার্ডটি ৩০ শয্যা নিয়ে নামমাত্র লোকবল দিয়ে চলছে। যা আমাদের ক্লিনিক্যাল ক্লাসের জন্য যথেষ্ট নয়। বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার কোনো ফল পাইনি। সাতক্ষীরা মেডিকেল কলেজে অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এগুলো পূরণ না হলে তাদের ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা রয়েছে।

সর্বশেষ খবর