মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খালিশপুর পাটকল শ্রমিকরা আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকলটি চালু রাখতে পর্যাপ্ত পাট কেনা, মজুরি বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন খুলনার খালিশপুর পাটকল শ্রমিকরা। আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন মিল গেটে বিক্ষোভ মিছিল, ১৩ নভেম্বর বিআইডিসি রোডে শ্রমিক-জনসভা, ১৬ নভেম্বর মানববন্ধন ও ২০ নভেম্বর পুনরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। খালিশপুর জুট মিলস্ এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় পাটকলের অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বিজেএমসির অধীনে ২০১১ সালে বন্ধ থাকা পাটকলটি চালু হয়। কিন্তু পর্যাপ্ত পাট না থাকায় মিলটি বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সর্বশেষ খবর