মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফনু হত্যা মামলায় বিএনপির এক নেতাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান গতকাল এই রায় দেন। মামলাটি গত বছরের ১০ নভেম্বর নাটোরের আদালত থেকে এই ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। সাজাপ্রাপ্তরা হলেন, সিংড়া উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক স¤পাদক ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, নয়ন হোসেন, আব্দুল করিম, রাজিবুল হাসান রিপন, ফরিদুল ইসলাম ফরদু, মোহাম্মাদ আলী, শামসুল ইসলাম, আলমগীর হোসেন, নাজিম, তালেব ও ময়েন। এদের মধ্যে শামসুল ইসলাম,  আলমগীর হোসেন ও নাজিম পলাতক। মামলার অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি দুপুরে ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফনু মোটরসাইকেলে পার সাঐল গ্রাম হয়ে কলম ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে শাহপাড়া এলাকায় প্রতিপক্ষের করিম ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও পরে কুপিয়ে জখম করে। এ সময় মোটরসাইকেল চালক তার ভাতিজা জাহিদুল ইসলাম আহত হন। গুরুতর অবস্থায় চেয়ারম্যান ফনু ও জাহিদুলকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফনুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই।

সর্বশেষ খবর