মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন কি.মি সড়কে ৬০ টাকা ভাড়া

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার বিচ্ছিন্ন জনপদ তেলখোলা থেকে থাইংখালী প্রধান সড়ক পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৬০ টাকা করে। দরিদ্র এ জনপদে বসবাসরতদের অভিযোগ, স্থানীয় সিএনজি অটোরিকশা ও টমটম চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা।

তেলখোলা গ্রামের প্রবাসী মো. শাহজাহান জানান, স্থানীয়ভাবে বসবাসরতদের খেতে উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রি করতে যেতে হয় থাইংখালী বাজারে। সেখানে আসা-যাওয়া বাবদ তিন কিলোমিটার সড়কে তাদের কাছ থেকে ভাড়া আদায় করা হয় ১২০ টাকা। তেলখোলা গ্রামের বৃদ্ধা নমিতা চাকমা বলেন, ‘থাইংখালী বাজারে এক ছড়া কলা বিক্রি করে ২০০ টাকা পেয়েছি। আসা-যাওয়া বাবদ ১২০ টাকা গাড়িভাড়া দিতে বাধ্য হওয়ায় ছেলে-মেয়েদের অন্নসংস্থানের কিছু ক্রয় করা সম্ভব হয়নি।’ তেলখোলা গ্রামের থিংকু চাকমা জানান, ভাড়ার টাকা যোগান দিতে না পেরে শিক্ষার্থীরা প্রায় সাত কিলোমিটার পায়ে হেঁটে থাইংখালী স্কুলে আসা-যাওয়া করছে। অনেকেই প্রবল ইচ্ছা থাকা স্বত্ত্বেও লেখাপড়া ছেড়ে দিয়েছে। নমিতা, থিংকুর মতো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন শত শত গ্রামবাসী।

সর্বশেষ খবর