মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাংনী পৌর মেয়রের নামে দুদকের মামলা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এ্যাপোলো কনস্ট্রাকশন ফার্মের স্বত্বাধিকারী ইব্রাহিম আদেল রুমেলের বিরুদ্ধে গতকাল গাংনী থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া। পৌর এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ ও ঠিকাদার নিয়োগের অনিয়মের মাধ্যমে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, তিনটি প্রকল্পে রাস্তা নির্মাণে সিডিউল মোতাবেক এক নম্বর ইট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু এক নম্বর ইটের টাকা পরিশোধ করে পৌর কর্তৃপক্ষ। এতে ঠিকাদার ইব্রাহিম আদেল রুমেল ও মেয়র আহম্মেদ আলী পরস্পর জোগসাজশে পাঁচ লাখ ২৬ হাজার টাকা আত্মসাৎ করেন। গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। রাস্তা নির্মাণ কাজে সম্পৃক্ত থাকেন ঠিকাদার ও প্রকৌশলীরা। দুর্নীতির সঙ্গে তিনি দায়ী নন।

সর্বশেষ খবর