বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এএসআই হত্যার ঘটনায় একজনের স্বীকারোক্তি

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রাসেল গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাবনা আমলি আদালত-২ এর বিচারক রেজাউল করিমের কাছে এই জবানবন্দি দেন তিনি। রাসেলকে গাজীপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। রাসেল পাকশী গ্রামের আবদুর রহমানের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার জানান, গোপন খবরে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে গাজীপুর থেকে গ্রেফতার করে। বুধবার পাবনার আমলি আদালত-২ এ হাজির করা হলে বিচারক রেজাউল করিমের কাছে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে এএসআই সুজাউল হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানায়। মামলা তদন্তের স্বার্থে ওসি বিস্তারিত জানাননি। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের পিছনে জঙ্গলের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং ফাঁস লাগানো অবস্থায় এএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।  ওই দিন রাতেই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। ঘটনার তিন দিন পর গ্রেফতার করা হয়েছিল চারজনকে। তারা হল- খোকন, জনি, মাসুদ ও রাজীব।

সর্বশেষ খবর