শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাবিপ্রবির কার্যক্রম চালু না হলে শিক্ষার্থীদের আমরণ অনশন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে চালু না হলে আমরণ অনশনসহ আত্মহননের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। জেলা শহরের কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রাবিপ্রবির ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান বাপ্পী গতকাল এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাবিপ্রবির ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের ছাত্র নেতা ইমরান আলী, নাজমুল হাসান, হাবিবুর রহমান, জমিরুল ইসলাম, হুমায়ুন কবির, অপু দে প্রমুখ। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় ৭৩ জন শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের একটি বছর হারিয়ে ফেলেছে। অনিশ্চিত হয়ে পরেছে শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগের উচ্চ শিক্ষা গ্রহণ। তারা সরকারের কাছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান।

সর্বশেষ খবর