শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভাতা পান না দুই হাজার প্রতিবন্ধী

দিনাজপুর প্রতিনিধি

সরকারি অনুদান পান না দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুই হাজার প্রতিবন্ধী শিশু-কিশোর। একই পরিবারের একাধিক শিশুসহ এক গ্রামে ৫-৬ জন করে প্রতিবন্ধী থাকলেও সরকারি ভাতা জোটেনি তাদের ভাগ্যে। ফলে এসব পরিবার মানবেতর জীবনযাপন করছে। উপজেলা সমাজসেবা অধিদফতরের হিসাব অনুয়ায়ী চলতি ২০১৫ সাল পর্যন্ত ফুলবাড়িতে দুই হাজার ২৮৭ জন প্রতিবন্ধী শিশু শনাক্ত করা হলেও ভাতা পায় মাত্র ৪৯৮ জন।

ফুলবাড়ী পৌর এলাকার তেতুলিয়া গ্রামের রিকশাচালক শাহিনুর ইসলামের দুই সন্তান সুরাইয়া (৭) ও রিয়াদ (৫)। দুজনই প্রতিবন্ধী। এখন পর্যন্ত তারা সরকারি অনুদান পায়নি। একই অবস্থা আরেক রিকশাচালক আলতাব হোসেনের ছেলে খাদিমুল (১০), তেতুলিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে নুর বানু (৫), সাহারুল ইসলামের ছেলে শাহাজান (১২), সুজাপুর গ্রামের মোস্তাকিমের ছেলে রায়হান (১৮) ও রাজারামপুর আদর্শ কলেজপাড়ার রেজারুলের মেয়ে রেজিয়া খাতুনের (৮)। এরাও পায় না কোনো ভাতা। প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে দুর্বিষহ জীবন যাপনকারী শাহীনুরের স্ত্রী রাজিয়া জানান, শিশু দুটি নিয়ে বিভিন্ন জনের কাছে ধরনা দিয়েও লাভ হয়নি। সমাজসেবা অধিদতরের ইউনিয়ন সুপারভাইজার আলেমা বেগম বলেন, ২০১৫ সাল পর্যন্ত দুই হাজার ২৮৭ শিশু কিশোর প্রতিবন্ধী শনাক্ত করা হয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় এ পর্যন্ত ৪৯৮ জনকে ভাতা দেওয়া হচ্ছে। ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদটি শূন্য থাকায় সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুল হক। তিনি জানান, সরকারি বরাদ্দ এলে অবশ্যই প্রতিবন্ধী ভাতার সংখ্যা বাড়ানো হবে।

সর্বশেষ খবর