শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না : স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতেই একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সেই সঙ্গে যারা ষড়যন্ত্রে মদদ দিচ্ছে তারাও রেহাই পাবে না। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যত বাধাই আসুক আমরা লক্ষ্যে পৌঁছাবই। জনগণই আমাদের শক্তি। তারা আমাদের সঙ্গে আছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, পল­ী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতেই স্পিকার ১৪ হাজার ৫০০ নতুন বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ২৪০ জন কৃষকের মাঝে বীজ ও কীটনাশক সার বিতরণ করেন।

সর্বশেষ খবর