শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জামায়াতের হরতাল চলাকালে সরকারি কাজে বাধাদান ও নগর পুলিশের বিশেষ শাখার কনস্টেবলকে কামড়ানোর মামলায় জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন গত বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট আদালতের জিআরও শাখায় অভিযোগপত্র জমা দেন।

মামলায় অভিযুক্ত হলেন, মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মু. বাবর, নায়েবে আমির নেতা বজলুর রহমান বাচ্চু, সুলতান খান, আবদুল কাদের হাওলাদার, সোহরাব হোসেনসহ ১৭ জন।

আদালত সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে গত বছরের ৩১ ডিসেম্বর জামায়াতের দেশব্যাপী হরতাল চলাকালে নেত-কর্মীরা নগর পুলিশের বিশেষ শাখার ওয়াচার জয়নাল আবেদীনকে বেদম মারধর করে। এ ঘটনায় ওই দিনই জয়নাল আবেদীন অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর