রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাল্যবিয়ে থেকে রক্ষা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী হালিমা খাতুর মৌসুমী। সে সদর উপজেলার তিতুদহ ছিলনদিপাড়ার মোশারফ হোসেনের মেয়ে। এ ঘটনায় পাত্র-পাত্রীর অভিভাবকদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। উপজেলার ছিলনদিপাড়ার হালিমার সঙ্গে শুক্রবার জীবননগরের কাশিপুর গ্রামের বাবর আলীর ছেলে জমির আলীর বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবারের সদস্যদের ডেকে বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর