শিরোনাম
রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মিলে থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল বেলা ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার আবদুল্লাহ স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  - রূপগঞ্জ প্রতিনিধি

 

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিকসহ পাঁচজনকে মারধর করে নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে। পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোরশেদ আলী, তার স্ত্রী সামছুন নাহার, ছেলে ইমন, প্রতিবেশী রাজু আহম্মেদ ও সাজু আহম্মেদ। তাদের ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। -  দিনাজপুর প্রতিনিধি

 

মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের নির্বাচন

নারায়ণগঞ্জ জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ উপ-কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী নির্বাচনে ১ হাজার ১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মো. খলিলুর রহমান খলিল সভাপতি, আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় কার্যকরী সভাপতি নির্বাচিত হন আবদুর রব। তা ছাড়া অন্য নির্বাচিতরা হলেন মো. রিপন মিয়া, মো. ইউনুছ মিয়া, আবু তাহের, মাইনদ্দিন খান কাজল, সোহাগ রাজা, মো. সোহেল রানা। ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও কার্যকারী সভাপতিসহ ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। - সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

পুলিশের উঠান বৈঠক

রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় বিট পুলিশিং কার্যক্রমের আওতায় পুলিশের উঠান বৈঠক গতকাল বিকালে সারুলিযায় অনুষ্ঠিত হয়েছে। সারুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মঈনুল হাসান, ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম তারেক, ডেমরা থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ এস এম কাওসার প্রমুখ।  - রূপগঞ্জ প্রতিনিধি

 

 

মুনাজাতে শেষ হলো খাগড়াছড়ির ইজতেমা

খাগড়াছড়িতে চার দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা গতকাল মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। খাগড়াছড়ি সদরের ব্রিকফিল্ড এলাকায় অনুষ্ঠিত এ ইজতেমায় হাজার হাজার মুসলমান বয়ান ও আখেরি মুনাজাতে অংশ নেন। মুনাজাতে সব মুসলমান ও দেশের শান্তি কামনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মওলানা মুফতি মাহমুদুল হাসান।

-খাগড়াছড়ি প্রতিনিধি

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর রাতে বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ভুয়া চিকিৎসকের জরিমানা

চট্টগ্রামে তিন ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন সুজন দেবনাথ (আপন), মোস্তাফা কামাল এবং প্রদীপ কান্তি দাশ। শনিবার চট্টগ্রামের অলংকার মোড় ও সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বগুড়ায় সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, আব্দুর রাফি পান্না, লাভলী রহমান, খাজা ইফতেখার আহমেদ, নাজমুল হুদা পপন, ফারুকুল ইসলাম ফারুক, রোস্তম আলী, আব্দুল মান্নান প্রমুখ।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নালিতাবাড়ী জাপার কমিটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট  কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পাঁচ বছর পর শুক্রবার সন্ধ্যায় পৌরশহরে সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম অধ্যাপক আব্দুস সালামের বাড়িতে আক্কাছ অলীর সভাপতিত্বে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর জেলা জাপার সভাপতি ইলিয়াস আলী। বক্তব্য দেন আবদুল হালিম, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। সম্মেলনের শুরুতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আইনজীবী মো. ইউসুফ আলী  দল থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগদান করেন। নতুন কমিটিতে তাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। -নালিতাবাড়ী  প্রতিনিধি

কৃষকলীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ নেত্রকোনা জেলা শাখার বর্ধিত সভা শনিবার দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আবু সাইদ খান জ্যোতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইনজীবী আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন প্রমুখ।

-নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর